গোয়ালন্দে সেবা সপ্তাহ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৪-০৪-২০ ২০:১৫:২৮

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উপলক্ষ্যে গতকাল ২০শে এপ্রিল উজানচর ইউনিয়নে ফ্রি ভেটেরিনারি ভ্যাক্সিনেশন ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
 ফ্রি ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বক্তব্য রাখেন।
 এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা ও ইউপি সদস্য মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
 এ ক্যাম্পেইনে ফ্রি-ভেক্সিন ও কৃমিনাশক ভিটামিন পেয়ে খামারীরা অত্যন্ত খুশি হয়ে আগামীতে এ ধরণের প্রোগ্রাম অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com