আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ গ্রহণের জন্য গতকাল ২১শে এপ্রিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যানসহ মোট দুইজন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৭ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
জানা গেছে, নিবার্চন কমিশন কর্তৃক তফসিল ঘোষনা অনুযায়ী গতকাল ২১শে এপ্রিল এ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। বালিয়াকান্দি উপজেলায় ৩টি পদের বিপরীতে মোট ১২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহছানুল হাকিম সাধন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন ।
অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সনজিৎ রায়, বালিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউরউজ্জামান মোল্লা বিপ্লব, আবুল কালাম আজাদ, মোঃ সোহেল মাহমুদ ভূঁইয়া, মোঃ আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, মৌসুমী আক্তার ও কহিনুর সেলিম।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরম আগামী ২৩শে এপ্রিল রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই করা হবে। আগামী ৩০শে এপ্রিল দাখিলকৃত মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ। আগামী ২রা মে প্রতীক বরাদ্দ ও ২১শে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com