বরাটে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার || ২০২৪-০৪-২২ ১৯:২০:৫৭

image

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল ২২ শে এপ্রিল সকালে সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, মাদক, সন্ত্রাস, গুজব ও অপপ্রচার বিষয়ে সচেতনতা, বিনামূল্যে আইনী সেবা ও পরামর্শ প্রাপ্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, নারীর ক্ষমতায়ন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। 
এছাড়াও পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা, চলমান তাপ প্রবাহ মোকাবেলায় করণীয় ও বর্জনীয় বিষয়েও উপস্থিত সকলকে সচেতন করা হয়। 
আয়োজিত নারী সমাবেশে বরাট ইউনিয়নের প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন। নারী সমাবেশ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রেখা। 
মতবিনিময় সভায় বরাট ইউনিয়নের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মোস্তফা ও সমাজকর্মী নাসিমা খাতুন বক্তব্য রাখেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com