আসন্ন রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলরুবা পারভীন ইতির (প্রতীক ফুটবল) ফেসবুক আইডি গতকাল ২৩শে এপ্রিল অজ্ঞাতনামা ব্যক্তি হ্যাক করে তার নিকটতম আত্মীয় স্বজনের নিকট টাকা চাওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার বিষয়ে পাংশা মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি নং-১১৪৯।
জানা যায়, পাংশা উপজেলার হাবাসপুর ইউপির শাহমিরপুর গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের কন্যা দিলরুবা পারভীন ইতি (৩৮) এ বছর পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ফুটবল প্রতীক পেয়েছেন। নির্বাচনী জনমত গঠনে বেশ কিছু দিন ধরে মাঠে রয়েছেন ইতি। এরই মধ্যে গতকাল ২৩শে এপ্রিল অজ্ঞাতনামা ব্যক্তি তার ফেসবুক আইডি হ্যাক করে। ঘটনার দিনই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলরুবা পারভীন ইতি পাংশা মডেল থানায় ঘটনার বিষয়ে জিডি করেন।
নির্বাচনী ইমেজ ক্ষুন্ন করতে কেউ পরিকল্পিতভাবে তার ফেসবুক আইডি হ্যাক করেছে বলে তিনি ধারণা করছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com