রাজবাড়ীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার || ২০২৪-০৪-২৩ ১৭:৩৫:০৫

image

রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল ২৩শে এপ্রিল দুপুর ১২টায় সজ্জনকান্দা এলাকার জাতীয় মহিলা সংস্থার অফিসে ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 মহিলা সমাবেশের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। 
 এ সময় বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজকর্মী ও আইনজীবী দেবাহুতি চক্রবর্তী বক্তব্য রাখেন।
 অতিথি বক্তা হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার জুনায়েদ বিন ফেরদৌস, জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার।
 মহিলা সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ পরিবেশ সুরক্ষা, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন পরিকল্পনা, সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তি, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com