বালিয়াকান্দির ২টি আইসক্রীম ফ্যাক্টরীকে ভোক্তার জরিমানা

ষ্টাফ রিপোর্টার || ২০২৪-০৪-২৪ ১৭:১৫:২০

image
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে গতকাল ২৪শে এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে দুইটি আইসক্রীম ফ্যাক্টরীকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালযের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। 
 জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার আমতলা বাজারস্থ সেতু সুপার আইসক্রীমকে পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ১০হাজার টাকা ও বালিয়াকান্দি বাজারস্থ বন্ধন সুপার আইসক্রীমকে পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ১৫হাজার টাকা জরিমানা করা হয়। 
 এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com