কালুখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ওহাব গ্রেফতার

মনির হোসেন || ২০২০-১০-০৯ ১৪:১৯:৫৫

image

রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের অভিযানে গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল ওহাব মন্ডল(৪২) গ্রেফতার হয়েছে। 
  গত ৮ই অক্টোবর সন্ধ্যায় কালুখালী থানার নবাগত ওসি মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল ওহাব মন্ডল একই উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর চরপাড়া গ্রামের আলী বক্স মন্ডলের ছেলে।
  পুলিশ জানায়, নিজ এলাকার এক নারীকে গণধর্ষণের মামলায় আব্দুল হক মন্ডল ২০০৮ সালে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। এরপর থেকে সে পলাতক ছিল।   

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com