গোয়ালন্দ মোড়ে বৃষ্টি প্রার্থনায় ‘ইসতিসকার’ নামাজ আদায়

রফিকুল ইসলাম || ২০২৪-০৪-২৭ ১৯:০২:১০

image

তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে গতকাল ২৭শে এপ্রিল সকাল সাড়ে ৭টায় তালিমুল ইসলাম খান্কা শরীফ মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে বৃষ্টির প্রার্থনা করে সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 এ নামাজের ইমামতি ও বিশেষ দোয়া পরিচালনা করেন ভান্ডারিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির। 
 ভান্ডারিয়ার পীর সাহেব আবুল এরশাদ সিরাজুম্মুনির উদ্যোগে আয়োজিত এ নামাজে দূরদুরান্ত থেকে শত শত ধর্মপ্রাণ মুসুলীরা অংশগ্রহন করেন। সকাল সাড়ে ৭টায় নামাজ শেষে দোয়া মাহফিলে ফিলিস্তিনি মুসলিমদের রক্ষার জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন এবং দেশের প্রচন্ড গরম থেকে রক্ষার জন্য বৃষ্টি বর্ষনের দোয়া করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com