ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে পাংশায় সুজনসহ ৩টি সংস্থার মানববন্ধন কর্মসূচী পালিত

মোক্তার হোসেন || ২০২০-১০-১০ ১৪:১৪:৩৯

image

দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল ১০ই অক্টোবর পাংশা শহরের দত্ত মার্কেটের সামনে সড়কে সুজন, বিকশিত নারী নেটওয়ার্ক ও জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরাম নামের ৩টি বেসরকারী উন্নয়ন সংস্থা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ব্যানার সহকারে সংস্থার নেতৃবৃন্দ সেখানে সমবেত হয়। বেশকিছু সময় সেখানে অবস্থান করে তারা।

 

  কর্মসূচীতে সুজনের পাংশা উপজেলা কমিটির সভাপতি কে.এ দানিয়েল সিপার, বিকশিত নারী নেটওয়ার্কের সভানেত্রী জেসমিন সুলতানা, কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরামের পারভীন মোরশেদ ও দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী আব্দুল খালেক প্রমূখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com