ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল ২৮শে এপ্রিল সন্ধ্যারাতে রাজবাড়ীতে এসেছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর হোসেন।
আজ ২৯শে এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলায় নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করবেন।
মতবিনিময় সভায় নির্বাচনের রিটার্নিং অফিসারগণ, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবে।
গতকাল ২৮শে এপ্রিল সন্ধ্যারাতে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর রাজবাড়ী সার্কিট হাউজে পৌছালে জেলা প্রশাসক আবু কায়সার খান তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ,পিপিএম(সেবা) উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজবাড়ী সফররত নির্বাচন কমিশনার মোঃ আলমগীর আজ ২৯শে এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার পূর্বে তিনি জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে কথা বলবেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com