পাংশা পৌরসভার সত্যজিৎপুর আদিবাসী নতুন পালপাড়া দুর্গা মন্দির কমিটিকে গতকাল ২৯শে এপ্রিল বিকালে হারমোনিয়াম(বাদ্যযন্ত্র) উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী নিজ কার্যালয়ে মন্দির কমিটি সভাপতির হাতে এ হারমোনিয়াম (বাদ্যযন্ত্র) তুলে দেন। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
সত্যজিৎপুর আদিবাসী নতুন পালপাড়া দুর্গা মন্দির কমিটির সভাপতি মিলন সরকার, শিল্পী শ্রীকান্ত মন্ডল, মন্দির কমিটির সদস্য মানিক সরকার ও বাবুল সরকার হারমোনিয়াম(বাদ্যযন্ত্র) গ্রহণ করেন।
মন্দির কমিটির সভাপতি মিলন সরকার বলেন, আমরা আদিবাসী। সমাজের উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ের কাছে আমাদের গ্রহণযোগ্যতা কম। তবে পাংশা উপজেলার ইউএনও স্যার প্রথমে আমাদের মন্দির করতে সাহায্য করেছে। মন্দিরের নিয়মিত ধর্মীয় গান ও কীর্তন করতে পারি সেজন্য আমাদের হারমোনিয়াম উপহার দিয়েছেন। আমরা ইউএনও স্যারের কাছে চির কৃতজ্ঞ।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ ধর্ম বর্ণের কোন ভেদাভেদ নেই। আদিবাসী সম্প্রদায়ের মানুষ সাধারণত অসচ্ছল হয়ে থাকে। আমার কাছে তারা বিভিন্ন সময়ে আসে। তাদের দাবী ছিল একটা মন্দিরের। আমি প্রথমে মন্দির করতে তাদের সাহায্য করেছি। তারা আমার কাছে নিয়মিত মন্দিরে ধর্মীয় গান ও কীর্তন করার জন্য হারমোনিয়াম(বাদ্যযন্ত্র) চেয়েছিলেন। আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হারমোনিয়াম(বাদ্যযন্ত্র) দেওয়া হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com