তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় রাজবাড়ী পৌরসভা মেয়র মোঃ আলমগীর শেখ তিতুর উদ্যোগে গতকাল ৩০শে এপ্রিল সকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির প্রার্থনা করে ‘ইসতিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ নামাজের ইমামতি ও বিশেষ দোয়া পরিচালনা করেন রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস মোল্লা।
নামাজে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, পৌরসভা ৪নং ওয়ার্ড কমিশনার মোঃ আবু হাসান, সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান প্রার্থী নাহিদুল ইসলাম(রাজু), রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ দূর-দুরান্ত থেকে আসা শত শত ধর্মপ্রাণ মুসুলীরা অংশগ্রহণ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com