রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন উদ্ধার॥চলাচল স্বাভাবিক

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৪-০৫-০২ ১৭:৫৬:২০

image

রাজবাড়ীতে লাইনচ্যুত হওয়ার তিন ঘন্টা পরে গতকাল ২রা মে সকাল সাড়ে ১০টায় মালবাহী ট্রেন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হবার পর রাজবাড়ীর সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
 এর আগে, গতকাল ২রা মে সকাল সাড়ে ৭টায় মালবাহী ট্রেনটি রাজবাড়ীর ২নং রেলগেট এলাকার ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোতে(সিক লাইন) ঢোকার সময় লাইনচ্যুত হয়। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ী-ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া ও রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 রাজবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, মালবাহী ট্রেন(স্টোর ভ্যানটি) খুলনা থেকে কিছু মালামাল নিয়ে ছেড়ে এসেছিলো। এটি সকালে রাজবাড়ী স্টেশন থেকে ২নং রেলগেট এলাকার ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোতে(সিক লাইন) ঢোকার সময় লাইনচ্যুত হয়। পরে রাজবাড়ীতে থাকা উদ্ধারকারী রিজার্ভ ট্রেন দিয়ে মালবাহী ট্রেনটিকে উদ্ধার করা হয়েছে। তিন ঘন্টা পর রাজবাড়ীর সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com