কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে

রাকিবুল ইসলাম || ২০২৪-০৫-০৩ ১৭:৫১:৪৮

image

 ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ই মে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ কার্যক্রম।

 ২০১০ সালে প্রতিষ্ঠিত কালুখালী উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ১৯শে মে। সে সময় আওয়ামী লীগ সমর্থিত, আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপি, বিএনপির বিদ্রোহী ও জামায়াতের প্রার্থীরা অংশগ্রহণ করে। সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী সাইফুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়। ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত নির্বাচিত হয়েছিলেন। 

 জানা গেছে, ২০১৯ সালের ১৮ই জুন নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী সাইফুল ইসলাম ভোট গ্রহনের দিন নির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ান। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলিউজ্জামান চৌধুরী টিটো ৩৭ হাজার ২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। 

 তবে এবারের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে না আসায় এবং শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় উত্তাপ বিহীন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন।

 কালুখালী উপজেলা পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো(আনারস), মোঃ এনায়েত হোসেন(মোটর সাইকেল), এবিএম রোকনুজ্জামান(কাপ-পিরিচ) ও মোঃ মাসুদুর রহমান(দোয়াত-কলম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী আলিউজ্জামান চৌধুরী টিটোর বিজয় প্রায় সুনিশ্চিত। 

 চেয়ারম্যান প্রার্থী এবিএম রোকনুজ্জামান গত ইউপি নির্বাচনে মদাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে পেয়েছিলেন মাত্র ২৭৫ ভোট। এরপর তিনি ২০২২ সালের ১৭ই অক্টোবর অনুষ্ঠিত রাজবাড়ী জেলা পরিষদের ৫নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে টিউবওয়েল প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৩০ ভোট পান। তবে এবার উপজেলা পরিষদ নির্বাচনে তিনিও ট্রাম্পকার্ড হতে পারেন। অপর চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদুর রহমান নতুন মুখ হিসেবে কতটুকু সুবিধা করতে পারেন সেটি দেখার বিষয়।

 কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। 

 ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা মাহমুদ হাসান সুমন(তালা), কালুখালী প্রেসক্লাবের সভাপতি ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাংবাদিক মুহাম্মদ ফজলুল হক(মাইক), কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন(টিউবওয়েল) ও রেজাউল করিম(টিয়া পাখি) প্রতীক নিয়ে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

 মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমীন আক্তার টুকটুকি(হাঁস), মোছাঃ ডলি পারভীন(ফুটবল) ও সাবেক বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছাঃ শিল্পী আক্তার(কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ৭টি ইউনিয়নে সর্বমোট ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৬৪৩ জন। পুরুষ ভোটার ৭০ হাজার ৬০৫ জন, নারী ভোটার ৬৭ হাজার ২৮ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ৭টি ইউনিয়নের মোট ৫০টি কেন্দ্রে ৩০৬টি স্থায়ী ও ১৫টি অস্থায়ীসহ ৩২১টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com