বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে

তনু সিকদার সবুজ || ২০২৪-০৫-০৩ ১৭:৫২:২১

image

॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামে বাল্যবিবাহ করতে এসে বর গুনলেন জরিমানা ও কনের পিতা গেলেন জেলখানায়।

 মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও দন্ড প্রদান করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।

 জানা গেছে, গতকাল ৩রা মে বিকেলে বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের মোঃ সামাদ মোল্লা তার মেয়েকে অপ্রাপ্ত বয়ষ্ক অবস্থায় বিয়ে দেওয়ার অপরাধে ৬ মাসের কারাদন্ড ও বিয়ে করতে আসা বর ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 মোবাইল কোট পরিচালনাকারী সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান বলেন, বাল্য বিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় বরকে জরিমানা ও কন্যার বাবাকে কারাদন্ড দেওয়া হয়েছে। কন্যার একটি জন্ম নিবন্ধনের জাল সনদ তৈরী করেছিলো। বাল্যবিবাহ নিয়ে আমরা কোন ছাড় দিতে চাই না। ভবিষ্যতেও এমন অভিযান অব্যহত থাকবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com