বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির আয়োজনে মতবিনিময়

কাতার প্রতিনিধি || ২০২৪-০৫-০৭ ০০:০৫:০৪

image

 

কাতারের রাজধানীর দোহার নাজমা রোজ বাংলা রেস্টুরেন্টের হলরুমে গত ৫ই মে সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির আয়োজনে ‘টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টিভিএন২৪ টিভির বিশেষ প্রতিনিধি শামীম আহমদ বক্তব্য রাখেন।

 টিভিএন২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানে কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মহম্মদ রাজীব, কাতার আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী, সাংবাদিক ইউসুফ পাঠারে লিংকন, দোলন খান, সাদ্দাম হোসেন, বেলাল মিয়া, ইঞ্জিনিয়ার আবুল হাসনাত ও ব্যবসায়ী সুজন পালসহ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com