জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা

মইনুল হক মৃধা || ২০২৪-০৫-০৯ ১৫:৪৭:১৩

image

 জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে’ এ প্রতিপাদ্যে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে গতকাল ৯ই মে সকাল ১১টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 জানা গেছে, চলতি ৯ মে থেকে ১৫ই মে সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ পালনে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

 গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার উম্মে তানিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ নূর-ই-সজল, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা সহ বিভিন্ন এনজিও কর্মী, হাসপাতাল অন্যান্য কর্মকর্তা প্রমূখ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com