রাজবাড়ী সদরের পাঁচুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন ওমর ফারুক নির্বাচিত

ইউসুফ মিয়া || ২০২০-১০-১১ ১৬:৪২:৫৭

image

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন গত ১০ই অক্টোবর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 
   নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে গাজী ওমর ফারুক(তাল) প্রতীকে ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর ২জন প্রার্থীর মধ্যে ওহিদ কাজী ওমর ফারুক(ফুটবল) প্রতীকে ২২৫ ভোট এবং ইছাক আলী শেখ মোরগ প্রতীকে ১৫৩ ভোট পান। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্রাক্ষ্মণদিয়া মহিষাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র কেন্দ্রে ভোট গ্রহণের পর গণনা শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার কর্তৃক ফলাফল ঘোষণা করা হয়। 
  উল্লেখ্য, ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আব্দুল মজিদের মৃত্যুর পর গত ২৯শে মার্চ উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পরবর্তীতে নির্বাচন স্থগিত করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com