রাজবাড়ীতে ছুটির দিনে শিল্প ও বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

সুজন বিষ্ণু || ২০২৪-০৫-১০ ১৬:৩৪:১৪

image

রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে চেম্বার-অব-কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে ৬ষ্ঠ তম মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় গতকাল ১০ই মে সাপ্তাহিক ছুটির দিনেও দর্শনার্থী ও ক্রেতাদের সমাগমে জমে উঠেছে। 

 মেলা মাঠে চারপাশ যুবক-যুবতী নানা পেশাজীবী নারী পুরুষদের আগমনে বিভিন্ন সামগ্রী বেচা বিক্রিতে ব্যস্ত সময় পাড় করছে মেলার দোকানীরা। মেলাতে পুলিশী নিরাপত্তাসহ পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে। 

 মেলা মাঠ ঘুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে দলে দলে দর্শনার্থীরা বাণিজ্য মেলায় আসছে। শিশু-কিশোর কিংবা বৃদ্ধ, পরিবারের সবাই প্রিয়জনদের সাথে একটু বিনোদন পেতেই আসছে শিল্প ও বাণিজ্য মেলায়। বেশ কয়েক বছর পরে জেলায় এমন বড় মেলার আয়োজনে খুশি দর্শনার্থীরা। বেশির ভাগ মানুষই ঘুরে দেখছেন বিভিন্ন স্টল। মেলায় হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এ মেলায় মিলছে কুটির ও হস্তশিল্পের পণ্য। এছাড়া মুখরোচক খাবার, শাড়ি, থ্রি-পিস, বাহারি শোপিস, জুয়েলারী সেট, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিক্স জিনিস ও শিশুদের খেলনা পাওয়া যাচ্ছে। বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। যা নজর কাড়ছে দর্শানার্থীদের। এছাড়া বিভিন্ন স্থান থেকে আগত শিল্পিদের গানে মুগ্ধ হচ্ছেন সবাই। আনন্দ উল্লাস করছেন সবাই। ব্যবসায়ীরা আশা করছেন প্রতিদিন এমন লোক হলে ব্যবসা ভালো হবে।

 মেলায় ঘুরতে আসা সঞ্জয় কুন্ডু বলেন, বন্ধুদের সাথে মেলাতে ঘুরতে আসছি। মেলা শুরু থেকে মাঝে মাঝে ঘুড়তে আসি। অনেক মানুষ এসেছেন দেখে ভালো লাগছে। বিভিন্ন শিল্পী গান পরিবেশন করছে। 

 ব্যবসায়ী রেজাউল বলেন, গতকাল ১০ই মে দুপুরের পর দোকান বন্ধ থাকে। আবহাওয়া ভালো থাকায় পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসছি। বিভিন্ন স্টল গুলো ঘুড়ে দেখলাম। ছেলে-মেয়ের পছন্দের কিছু জিনিস কিনেছি। আজ অনেক দর্শনার্থী হয়েছে মেলাতে। 

 মেলায় দর্শনার্থী প্রবেশের ২০ টাকা মূল্যের প্রবেশ টিকিটের উপর প্রতিদিন রাতে প্রবেশ টিকিটের ড্র’য়ের মাধ্যমে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানান মেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকা বেনারশী গ্লোবাল ইভেন্টস্ লিমিটেড কর্তৃপক্ষ।  

 জানা গেছে, দেশের উৎপাদিত পণ্য সামগ্রীর প্রচার, প্রসার ও বিপণনের লক্ষ্যে এবং বিদেশী পণ্যের সাথে দেশি পণ্য সামগ্রীর গুণগতমান যাচাইয়ের উদ্দেশ্যে ও বিনোদনের জন্য রাজবাড়ী চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ও বেনারসী গ্লোবাল ইভেন্টস লিমিটেডের সার্বিক সহযোগিতায় গত ২৩শে এপ্রিল রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com