গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী মোস্তফামুন্সীর আনারস প্রতীকের গণসংযোগ

মইনুল হক মৃধা || ২০২৪-০৫-১০ ১৬:৪৩:২২

image

 ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আগামী ২১শে মে গোয়ালন্দ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের নিয়ে তিনি গতকাল শুক্রবার গণসংযোগে ব্যস্ত সময় পার করেন।
 সরেজমিন ঘুরে দেখা গেছে, মোস্তফা মুন্সী উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও ভোট কামনা করছেন।
 উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা মুন্সী গোয়ালন্দ উপজেলা পরিষদের সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com