বালিয়াকান্দিতে চেয়ারম্যান প্রার্থী আজাদের বাড়ীতে প্রতিপক্ষের হামলা॥১জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৫-১০ ১৬:৪৪:০৫

image

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১শে মে অনুষ্ঠিতব্য বালিয়াকান্দি উপজেলা নির্বাচনকে সামনে রেখে গতকাল ১০ই মে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাসভবনে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সমর্থকেরা। 

 এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী আব্দুল্লাহ(৩৫) গুরুতর আহত হয়েছে। আহত আব্দুল্লাহ নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ী গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। আহত আব্দুল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

 আহত আব্দুল্লাহ জানান, তারা সদ্য সাবেক বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সমর্থক। তারা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী আনারস প্রতীকের প্রচার কাজ শেষ করে বেরুলী ইউনিয়ন পরিষদের সামনে আসলে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এহসানুল হাকিম সাধনের কর্মীরা আমাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। বিষয়টি আজাদ চেয়ারম্যানকে জানালে তিনি আমাদেরকে ওখান থেকে চলে আসতে বলেন। আমরা আজাদ চেয়ারম্যানের বাড়ির সামনে পৌছালে সেখানে একটি গাড়ি রাখা ছিলো। গাড়িটিকে সরাতে বললে নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুর বাড়িতে অবস্থান করা মোটর সাইকেল প্রতীকের কর্মীরা দলবদ্ধ হয়ে আমাদের উপরে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের কর্মী জীবন আমাকে কোপ দেয়। এরপর সেলিম ও আদরসহ ৪/৫জন আমাকে জোরপূর্বক চেয়ারম্যানের বাড়ির ভিতরে নিয়ে যায়। এরপরে মোটর সাইকেল প্রতীকের কর্মীরা আবুল কালাম আজাদের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

 তিনি আরও বলেন, ভাগ্য ভালো এই সময় আবুল কালাম আজাদ বাড়িতে ছিলেন না। থাকলে হয়তো তার উপরেও হামলা চালানো হতো। 

 উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়িতে হামলার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান ও থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনাস্থলে যান। 

 এ বিষয়ে হাসিবুল হাসান বলেন, খবর পেয়ে আমরা চেয়ারম্যানের বাসভবনে চলে আসি। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

 বাসভবনে হামলার ব্যাপারে তিনি বলেন, বাড়িতে হামলার কিছু নমুনা আমরা পেয়েছি। অর্থাৎ ভাঙ্গা জানালার কাঁচ দেখতে পেয়েছি। বর্তমানে অফিসার ইনচার্জ আমার সাথেই রয়েছে। আহত ব্যক্তি যদি অভিযোগ দেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে থানা পুলিশ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com