৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন(২য় ধাপে) উপলক্ষ্যে গতকাল ১১ই মে সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের হল রুমে নির্বাচনের সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, আগামী ২১শে মে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।
জানা গেছে, এ নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি কেন্দ্রে ২২৯টি কক্ষে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪১ জন প্রিজাইডিং, ২৩০ জন সহকারী প্রিজাইডিং ও ৪৫৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়াও গোয়ালন্দ উপজেলার মোট ভোটার রয়েছে ১ লক্ষ ১ হাজার ১৪৩জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫১ হাজার ৭১২ জন ও নারীর ভোটারের সংখ্যা ৪৯ হাজার ৪৩১ জন।
আগামী ১৬ই মে গোয়ালন্দ উপজেলা পরিষদের সভাকক্ষে ৪১ জন প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com