জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারোয়ার মাহমুদ গতকাল ১১ই মে সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার ও চর নারায়নপুর এলাকায় পদ্মা নদী পরিদর্শন করেছেন।
এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম ও পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম.এ শামীম উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারোয়ার মাহমুদ মুন্সিগঞ্জ থেকে সড়ক পথে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ীতে এসে পৌঁছান। পরে রাজবাড়ী সার্কিট হাউজে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আবু কায়সার খান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com