রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে গতকাল ১৩ই মে সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা তথ্য অফিসার রেখা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধদিপ্তর ঢাকার পরিচালক হাছিনা আক্তার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক’র রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান।
কমিউনিটি সভায় ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারী অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসকি স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিয়ে, ইভটিজিং ও পরিস্কার-পরিচ্ছন্নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com