রাজবাড়ী পৌর জাকের পার্টির মৎস্য ফ্রন্টের সভাপতি মোকারমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৫-১৪ ০৫:০৫:৪৮

image

রাজবাড়ী পৌরসভার জাকের পার্টির মৎস্য ফ্রন্টের সভাপতি ও রাজবাড়ী বাজারের ইলিশ মাছ ব্যবসায়ী মোঃ মোকারম সরদার(৭০) গত ৯ই মে দিনগত রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

 মরহুম মোকারম সরদার রাজবাড়ী শহরের চর লক্ষ্মীপুর গ্রামের মৃত কলিমদ্দিন সরদার ছেলে।

 মরহুমের ছেলে মোঃ মিলন সরদার জানায়, গত ৮ই মে দিনগত রাত ১০টা দিকে অসুস্থ হয়ে পড়লে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১দিন ভর্তি রেখে চিকিৎসা দেয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর থেকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেওয়ার পথে গত ১০ই মে দিনগত রাত আনুমানিক ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।  

 মৃতকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 গত ১০ই মে বাদ জুমা আহম্মদ আলী মৃধা কলেজ মাঠে মরহুমের জানাযা শেষে ভবাণীপুর কবরস্থানে দাফন করা হয়। আহম্মদ আলী মৃধা কলেজ মসজিদের ইমাম এ জানাযার নামাজ ও দোয়া পরিচালনা করেন। 

 রাজবাড়ী পৌরসভা জাকের পার্টির মৎস্য ফ্রন্টের সভাপতি মোকারম সরদারের মৃত্যুতে পৌরসভার জাকের পার্টির মৎস্য ফ্রন্টের প্রচার সম্পাদক মোঃ দারোগ আলী বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com