পাংশায় বিল নার্সারী প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে উপকরণ বিতরণ

মোক্তার হোসেন || ২০২৪-০৫-১৪ ০৫:০৮:০৭

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গত ১২ই মে বিকালে উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারী প্রকল্পে কাইচালার বিল নামক জলাশয়ে মাছ চাষের জন্য সুবিধাভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রাশেদুজ্জামান, প্রকল্পের সুফলভোগী দলনেতা শরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

 অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির রেণু, চুন, খৈল এবং পাউডার ও দানাদার জাতীয় খাবার বিতরণ করা হয়।

 মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ মৎস্য চাষে বিল নার্সারী প্রকল্পের কার্যক্রম শতভাগ বাস্তবায়নে সুফলভোগীদের দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে মনিটরিং করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com