রাজবাড়ী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজুর গণসংযোগ

মীর সামসুজ্জামান || ২০২৪-০৫-১৪ ১৬:২৪:২৯

image

 আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ(দ্বিতীয় ধাপের) নির্বাচন আগামী ২১শে মে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল আলম রাজু তার কর্মী সমর্থকদের নিয়ে ‘গ্যাস সিলিন্ডার’ প্রতীকের ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।

 জানা গেছে, ভাইস চেয়ারম্যান প্রার্থী নাহিদুল আলম রাজু গতকাল ১৪ই মে দিনব্যাপী চন্দনী ইউনিয়নের কাজীর হাট, আফড়া বাজার, তালতলা বাজার, সুলতানপুর ইউনিয়নের খেয়াঘাট বাজার, নতুন হাট বাজার, রামনগর বাজার, কাশেম বাজার, জালদিয়া বাজার ও সন্ধ্যায় রাজবাড়ী শহরের বড় বাজারে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও ‘গ্যাস সিলিন্ডার’ প্রতীকে ভোট কামনা করেন।

 এ সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী নাহিদুল আলম রাজু বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠী ও এলাকার মানুষের জন্য কাজ করা আমার নেশা। এতদিন ব্যক্তিগত উদ্যোগে সামাজিক কর্মকান্ড করে আসছিলাম। সেবার পরিধি বাড়াতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছি। আমার নির্বাচনী প্রতীক ‘গ্যাস সিলিন্ডার’। আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে রাজবাড়ী সদর উপজেলাকে একটি বাস যোগ্য আধুনিক উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com