কালুখালীর শিশু ধর্ষণ মামলায় আসামী লিটনের জরিমানাসহ যাবজ্জীবন জেল

মীর সামসুজ্জামান || ২০২৪-০৫-১৪ ১৬:২৯:১৬

image

 রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাব্বির ফয়েজ গতকাল ১৪ই মে বিকেলে জেলার কালুখালী উপজেলার শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত হাসানুজ্জামান ওরফে লিটন (৩৬)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।

 দন্ডপ্রাপ্ত লিটন কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মোঃ আইয়ুব মন্ডলের ছেলে।

 মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯শে মার্চ সন্ধ্যায় হাসানুজ্জামান ওরফে লিটন তার প্রতিবেশীর দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা হাসানুজ্জামান লিটনকে মারধর করে। এক পর্যায়ে পুলিশ এসে তাকে আটক করে। এরপর ওই শিশুর বাবা বাদী হয়ে ২০২৩ সালের ২১শে মার্চ কালুখালী থানায় মামলা করে।

 রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডঃ সাইফুল হক বলেন, আদালতে শুনানী ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামী লিটনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com