বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান কে হচ্ছেন? এই নিয়ে মোড়ে মোড়ে চায়ের দোকানে চলছে চুলচেরা বিশ্লেষণ। চলছে নানান জল্পনা কল্পনা।
বালিয়াকান্দির বিভিন্নস্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন হবে এটিই আশা করছেন তারা।
নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় জোড় কদমেই চলছে তাদের প্রচার ও ভোট প্রার্থনা কার্যক্রম।
গতকাল ১৬ই মে বালিয়াকান্দির বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় প্রচারণায় সময় দিচ্ছেন প্রার্থীরা। চায়ের দোকান থেকে বড় বড় মার্কেটগুলোতেও যাচ্ছেন এবং ভোট চাইছেন তারা।
বিকালে উপজেলার বহরপুর বাজারে দেখা গেছে, আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। রাস্তায় ভ্যান-অটোচালক থেকে শুরু করে দোকানদার-পথচারী সবার সাথে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করছেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে রাজনৈতিক জীবনে রয়েছি। যতটুকু সুযোগ পেয়েছি তার পুরোটা সময়ই মানুষের জন্য কাজ করেছি। বালিয়াকান্দিকে আধুনিকায়ন করতে এবারও আশা করছি মানুষ আনাকে চেয়ারম্যান বানাবে।
জানা গেছে, আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পরপর ৩বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ জীবনে হারেননি কোন নির্বাচনে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কিংবা উপজেলা পরিষদের নির্বাচনে জনপ্রিয়তায় বিপুল ভোটে হয়েছেন বিজয়ী। ১৯৮৮ সাল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২০০৯ সাল থেকে দায়িত্ব পালন করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে। কাজের স্বীকৃতি স্বরুপ এরই মধ্যে তিনি পেয়েছেন স্বর্ণপদক। শিক্ষা খাতে ব্যাপক উন্নয়নের ফলে তিনি ২০১৪ সালে শিক্ষা বিভাগে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৪ সালের আগস্টে ১৫ দিনের সরকারী সফরে তিনি অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে প্রশিক্ষণে যান।
এদিকে ব্যস্ত সময় পার করছেন আরেক চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধন। তিনিও উপজেলার প্রতিটি বাজার-গ্রামে উঠান বৈঠকের মাধ্যেমে চালাচ্ছেন প্রচারণা।
এহসানুল হাকিম সাধন বলেন, আমি রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। মানুষ আমাকে ব্যাপক সহযোগিতা ও ভোটদানের আশ্বাস দিচ্ছেন আশা করছি এবার বিপুল ভোটে জয়যুক্ত হতে পারবো।
উল্লেখ্য, এহসানুল হাকিম সাধন বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ভাইস চেয়ারম্যানে পদে মনিরুজ্জামান মনির প্রতিদ্বন্দ্বীতা করছেন তালা প্রতীকে, সনজিৎ রায় চশমা প্রতীকে, বদিউজ্জামান মোল্লা বিপ্লব উড়োজাহাজ প্রতীকে, আবুল কালাম আজাদ টিয়াপাখি প্রতীকে, মতিয়ার রহমান টিউবওয়েল প্রতীকে, আবুল কালাম আজাদ মাইক প্রতীকে।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা বেগম হাঁস প্রতীকে, মৌসুমী আক্তার ফুটবল প্রতীকে ও কোহিনুর সেলিম কলস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বালিয়াকান্দি উপজেলাতে মোট ১ লাখ ৮১ হাজার ৮৬৯ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলায় ৬৯টি ভোট কেন্দ্রে ৪৬০টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com