রাজবাড়ীতে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষণ সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৫-১৬ ১৫:২৪:৪২

image

 রাজবাড়ী জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন কোর্স ১৬তম ব্যাচের সনদ গতকাল ১৬ই মে সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে বিতরণ করা হয়েছে।

 সভাপতি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের হাতে সনদ বিতরণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা)।

 জানা গেছে, এক সপ্তাহ মেয়াদী “অন দ্যা জব ট্রেইনিং” চালু করার নির্দেশনার প্রেক্ষিতে রাজবাড়ী জেলায় “দক্ষতা উন্নয়ন কোর্স”-এর কার্যক্রম শুরু হয়। ৭দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে জেলা পুলিশের কনস্টেবল ও নায়েকরা অংশগ্রহণ করে।

 এ সময় লিখিত পরীক্ষার ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।

 সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com