রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে গতকাল ১৭ই মে সন্ধ্যায় পরিষদ কার্যালয়ে প্রয়াত কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ আবদুল মান্নান রচিত “আমার জীবন স্মৃতি” কাব্যগ্রন্থের প্রকাশনা উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এবং ড. কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, খোকসা আবু তালেব ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিজ্ঞানমনস্ক কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা এস,এম কায়কোবাদ, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার ও কবি মোঃ এবাদত আলী সেখ প্রয়াত কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ আবদুল মান্নানের জীবনকর্ম ও সাহিত্য চর্চা বিষয়ে জ্ঞানগর্ব আলোচনা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কবি আলহাজ্ব মুহাম্মদ ফিরোজ হায়দার।
মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান, জুয়েল মাস্টার, আরিফুল ইসলাম মাস্টার, বাউল শিল্পী আব্বাস উদ্দিন, মোঃ আল আমীন, ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, সাংবাদিক সেলিম মাহমুদসহ মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা যায়, মোহাম্মদ আবদুল মান্নান ১৯৩৫ সালের ২রা এপ্রিল তৎকালীন ফরিদপুর জেলার পাংশা থানার বর্তমান কালুখালীর সাওরাইল ইউপির চরপাতুরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। ২০২১ সালের ১৮ই জানুয়ারী তিনি মৃত্যুবরণ করেন।
জীবনকালে মোহাম্মদ আবদুল মান্নান সরকারী চাকুরিতে দায়িত্বশীল পদে কর্মরত থাকা সত্ত্বেও তিনি সাহিত্য সাধনায় ব্যাপৃত ছিলেন। স্বাধীনতার পূর্বকাল থেকেই তার কবিতা ও প্রবন্ধ দৈনিক পত্রিকসমূহে প্রকাশিত হয়। সনেট, ছড়া, শিশুতোষ কবিতা লিখে তিনি খ্যাতিলাভ করেন। তার প্রকাশিত কবিতাগ্রন্থগুলির মধ্যে সনেট ও অন্যান্য কবিতা, প্রদোষ তীর্থে রঙধনু, একগুচ্ছ সনেট, সনেট পংক্তিমালা সর্বাধিক পরিচিত। সর্বশেষ অমর একুশে গ্রন্থমেলা-২০২১ উপলক্ষে কবিতা তোমাকে খুঁজি গ্রন্থ প্রকাশিত হয়। এতদ্ব্যতীত বাংলাদেশ ও ভারতের নির্বাচিত লেখকদের নিয়ে প্রদর্শিত অন্তত ২০টি যৌথ কবিতাগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে।
বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ আবদুল মান্নানের মৃত্যুর পর তার অপ্রকাশিত লেখা প্রকাশের উদ্যোগ নেয় পরিবার। এরই ধারাবাহিকতায় চলতি ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড মোহাম্মদ আবদুল মান্নান রচিত আমার জীবনস্মৃতি কাব্যগ্রন্থ প্রকাশ করে।
প্রয়াত কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ আবদুল মান্নান পাংশার মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ছিলেন। তার পরিবারের অনুমতি ও পরামর্শক্রমে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ মোহাম্মদ আবদুল মান্নান রচিত আমার জীবনস্মৃতি কাব্যগ্রন্থের প্রকাশনা উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটি পাংশার বিভিন্ন কবি-সাহিত্যিকের হাতে তুলে দেওয়াসহ বিভিন্ন পাঠাগার ও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com