আসন্ন দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গতকাল ১৮ই মে বিকালে গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান প্রার্থী(আনারস প্রতীক) মোঃ মোস্তফা মুন্সীর নির্বাচনী পথসভা দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
দৌলতদিয়া ১নম্বর ফেরী ঘাটে সংলগ্ন দৌলতদিয়া প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে পথসভায় শতাধিক প্রতিবন্ধীসহ বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেয় ।
দৌলতদিয়া প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রতন শেখের সভাপতিত্বে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা মুন্সী।
এ সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম মুন্সী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা মুন্সী ভোটারদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, আমি চরের ছেলে, আমি দৌলতদিয়ার ছেলে। আমি সাধারণ মানুষ। আমি প্রথমে সাড়ে তিন বছর উপজেলা চেয়ারম্যান থেকে কতটুকু উন্নয়ন করেছি আপনারা জানেন এবং দেখেছেন। বিবেক বিবেচনা করে আপনারা প্রার্থী নির্বাচন করবেন। আগামী ২১শে মে আনারস প্রতীকে আপনাদের নিকট ভোট ও দোয়া কামনা করছি।
এরপর সন্ধ্যায় দেবগ্রাম ইউনিয়নে, রাত ৮টায় দৌলতদিয়া ফকির পাড়া ও রাত ৯টায় উজানচর ইউনিয়নের হারেজ মিয়ার পাড়া এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com