রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস.এম নওয়াব আলীর পথসভা অনুষ্ঠিত

সুজন বিষ্ণু || ২০২৪-০৫-১৯ ১৫:১৫:০১

image

 রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণার শেষ দিনে গতকাল ১৯শে মে বিকালে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলীর (আনারস প্রতীক) পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 বিকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী তার নির্বাচনী কর্মী সমর্থকদের নিয়ে সমবেত হয়। এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের করে রাজবাড়ী শহরের ১নং রেলগেট হয়ে স্টেশন রোড ও বড় বাজার প্রদক্ষিণ করে রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে শেষ হয়। 

 পথসভায় চেয়ারম্যান প্রার্থী(আনারস) বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিসহ অন্যান্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

 পথসভায় পৌর মেয়র আলমগীর শেখ তিতু ভোটারদের উদ্দ্যেশে বলেন, আপনারা জানেন ২১শে মে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের শ্রদ্ধেয় নেতা জাতির বীর সন্তান রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। 

 আপনারা জানেন যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, যাদের জন্য আমরা আজ স্বাধীন ভাবে কথা বলতে পেরেছি, আজ সেই একজন মুক্তিযোদ্ধা আপনাদের মাঝে নির্বাচনী প্রার্থী। 

 তাই এই নির্বাচনটা আমাদের গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনে আমি বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একটা সম্মান করার আরো একটি সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগকে হাত ছাড়া করবো না। আমরা এই বীর মুক্তিযোদ্ধাকে সবাই বিপুল পরিমাণে ভোট দিয়ে ‘আনারস’ প্রতীককে সর্বচ্চ ভোট দিয়ে ২১শে মে নির্বাচনে জয়যুক্ত করবো।

 রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমি ‘আনারস’ প্রতীক নিয়ে লড়ছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনারা আমার পাশে থাকলে আমি আশাবাদী আগামী ২১শে মে নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com