গোয়ালন্দ পৌর কেন্দ্রীয় মহাশশ্মানে গতকাল ২০শে মে বেলা সাড়ে ১১টায় মহাশশ্মানের প্রধান ফটক এবং মৃত ব্যক্তির স্নান করার স্থানে বেদী তৈরির ভিত্তি প্রস্থর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সপ্তবর্ণা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রনজিৎ কুমার টিটু’র সার্বিক সহযোগিতায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় সপ্তবর্ণা ফিলিং স্টেশনের মালিক রনজিৎ কুমার টিটু, গোয়ালন্দ পৌর কেন্দ্রীয় মহাশশ্মান পরিচালনা কমিটির উপদেষ্টা নিরঞ্জন কুমার আগরওয়ালা, সভাপতি শংকর কুমার দাস, সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌর সভার সাবেক কাউন্সিলর কোমল কুমার সাহাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সপ্তবর্ণা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রনজিৎ কুমার টিটু বলেন, শশ্মান একটি গুরুত্বপূর্ণ জায়গা। মৃত ব্যক্তির স্নান করার জায়গা আবশ্যক। এজন্য গোয়ালন্দ মহাশশ্মানে স্নান ঘর ও প্রবেশ পথের প্রধান ফটক তৈরিতে পরিবারের পক্ষ হতে সহযোগিতা করতে পেরে ভালোই লাগছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com