বালিয়াকান্দির বিভিন্ন পূজা কমিটির সাথে প্রশাসনের মতবিনিময় সভা

তনু সিকদার সবুজ || ২০২০-১০-১২ ১৫:০৭:১৮

image

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১২ই অক্টোবর বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বার, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, পরিদর্শক(তদন্ত) সুমন কুমার আদিত্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি সঞ্জয় কুমার পাল, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সালাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার প্রমুখ বক্তব্য রাখেন। 
  সভায় স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকটি পূজা মন্ডপে নারী ও পুরুষদের পৃথক যাতায়াতের ব্যবস্থা রাখা, পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্যানিটাইজার-সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, মাস্ক পরিধানসহ বিভিন্ন নির্দেশা প্রদান করা হয়। উল্লেখ্য, এ বছর বালিয়াকান্দি উপজেলায় ১৪৮টি দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা জেলার ৫টি উপজেলার মধ্যে সর্বোচ্চ। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com