নাতির কাঁধে ভর করে ভোট দিলেন ৭৫বছরের বৃদ্ধ নানা

মীর সামসুজ্জামান || ২০২৪-০৫-২১ ১৬:১৩:৪৩

image

 বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। জোর নেই হাত ও পায়ে। তারপরও সকাল ৯ টার দিকে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য নাতির কাঁধে ভর করে কেন্দ্রে ভোট দিত হাজির হয় ৭৫ বছর বয়সী মোখলেছুর রহমান। 

 গতকাল ২১শে মে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর ভোটও দেন প্রবীণ ওই ভোটার।

 জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাচনে ভোট শুরু হওয়ার পরপরই রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কেন্দ্রে ভোট দিতে আসেন ৭৫ বছর বয়সী মোখলেছুর রহমান।

 মোখলেছুর রহমান বলেন, বয়সের ভারে হাঁটতে পারিনা। মাজায় সমস্যা। হাঁটতে গেলে অনেক কষ্ট হয়। বয়সও শেষের দিকে তাই নিজের শেষ ভোটটা দিতে নাতির কাঁধে ভর করে কেন্দ্রে এসেছি। ভোট দিলাম পছন্দের প্রার্থীকে। এটাই হয়তো আমার জীবনের শেষ ভোট।

 নাতি সাকিব মন্ডল বলেন, নানা আমাকে রাতেই বলে রেখেছিলেন খুব সকালে যেন তাকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তাই আমি সকালে তাকে ধরে নিয়ে কেন্দ্রে এসেছি। নানা তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com