রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এক দিনের সফরে সড়ক পথে পদ্মা বহুমুখী সেতু দিয়ে আজ ২৪শে মে তার নিজ জেলা রাজবাড়ী ও নির্বাচনী এলাকা পাংশা সফরে আসছেন।
গতকাল ২৩শে মে রেলপথ মন্ত্রীর একান্ত সচিব(উপসচিব) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত ভ্রমণসূচি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ন্যামভবনস্থ সরকারী বাসভবন থেকে সকাল ৯টায় সড়ক পথে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টায় পাংশা উপজেলার নিজ বাসভবনে পৌঁছাবেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে দুপুর সোয়া ১টার দিকে স্থানীয় মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন। নামাজ শেষে দুপুর ২টায় নিজ বাসভবনে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে ওইদিন তিনি তার বাসভবনেই রাত্রিযাপন করবেন।
পরদিন ২৫শে মে বিকাল ৪টায় পাংশা উপজেলার নিজ বাসভবন থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com