বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইকরজানা গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে ২লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
গতকাল ২৪শে মে বিকালে উপজেলার বহরপুর ইউনিয়নের ইকরজানা গ্রামের বাসিন্দা ভূক্তভোগী কাদের মন্ডল পুকুরের বিষ প্রয়োগে প্রায় ১০ মণ মাছ মরে গেছে বলে দাবি করেন।
আব্দুল কাদের মন্ডল অভিযোগ করে বলেন, প্রায় ৪০ শতাংশ জায়গার উপর পুকুর খনন করে তিনি কয়েক বছর ধরে মাছ চাষ করছেন। পুকুরে সিলভার কার্প, কাতলসহ বিভিন্ন জাতের মাছ পুকুরে রয়েছে। গত ২৩শে মে দিনগত রাতে কয়েকজন লোক তার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছে। এর পরেই দিন সকালে তিনি পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে তিনি গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখেন। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।
বালিয়াকান্দি থানার এস.আই রাজিবুল ইসলাম জানান, বিষ প্রয়োগ পুকুরের মাছ নিধনের বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com