রাজবাড়ী জেলা বিএনপি’র কার্যালয়ে গতকাল ২৪শে মে দুপুরে জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
জানা গেছে, কর্মী সম্মেলনের শুরুর দিকে অতিথিদের সামনেই চেয়ারে বসা নিয়ে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কর্মীদের শান্ত করতে বার বার মাইকে ঘোষণা দেন। এক পর্যায়ে নেতাকর্মীরা শান্ত না হওয়ায় সম্মেলন স্থলে হট্টগোল শুরু হয়। পরবর্তীতে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিনের হস্তক্ষেপে হট্টগোল নিয়ন্ত্রণে আসে।
কর্মী সম্মেলন শেষে ওই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অফিসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। পরে আইন-শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে কর্মী সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য সচির মোঃ শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, চেয়ারে বসা নিয়ে গোয়ালন্দের ছাত্রদলের এক নেতার সাথে অপর একটি পক্ষের হাতাহাতি হয়। পরবর্তীতে আমরা সব মিটমাট করে দিয়েছি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com