রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল ২৫শে মে সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির জেলা প্রশাসক আবু কায়সার ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা) বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজা সূর্য কুমার ইনিস্টিউটের সহকারী শিক্ষক চায়না রাণী সাহা।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠক, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেমের কবি, সাম্যের কবি। তিনি ছিলেন শান্ত প্রকৃতির ছেলে। সব কিছুর মিশ্রণ তার মধ্যে ছিলো। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক। তাঁর সৃজনশীল সৃষ্টির মধ্য দিয়ে তিনি মানবতা, অসাম্প্রদায়িকতা ও সাম্যের কথা বলে গেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর কবিতা ও গান অত্যাচারী পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মনে অসীম প্রেরণা ও সাহস যুগিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবন্দি থাকাকালীন কবি নজরুলের কবিতা দবিদ্রোহীদ, ও গান দকারার ঐ লোহ কপাটদসহ নানা সৃষ্টিকর্ম তাকে অনুপ্রাণিত করেছে নিঃসন্দেহে।
আলোচনা সভায় বক্তাগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী বাংলা সাহিত্যে কবির অবদানসহ তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দুখু মিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অবিভক্ত বাংলার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালের ২৫শে মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলা কবিতার একমাত্র বিদ্রোহী ও গানের বুলবুল।
তার বাবা কাজী ফকির আহমেদ ও মায়ের নাম জাহেদা খাতুন। স্বাধীনতার পরে ১৯৭২ সালের ২৪শে মে তাঁকে স্থায়ীভাবে বাংলাদেশে এনে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তিনি ১৯৭৬ সালের ২৯শে আগস্ট দুরারোগ্যে রোগে মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় তাঁকে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com