গোয়ালন্দে ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা মুখী প্রস্তুতি, জনসাধারণের জন্য সচেতনতা ও প্রচারণা চলানো হচ্ছে।
জানা গেছে, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ অফিস ও সিভিল ডিফেন্সকে প্রস্তুত রাখাসহ স্বাস্থ্য কর্মকর্তা এবং প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে এবং উপজেলার অফিসার, ইউনিয়ন চেয়ারম্যানগণ সতর্ক রয়েছেন। লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে, তবে ফেরী চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয় জনগণকে নিরাপদে রাখতে সতর্ক থাকতে বলা হচ্ছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবেলায় পদ্মা নদীর তীরবর্তী এলাকায় সচেতনতা মোকাবেলায় আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। উপজেলায় ৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি রাখতে জনগনকে জানানো হচ্ছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com