গোয়ালন্দের নতুন এসিল্যান্ড শফিকুল ইসলামের যোগদান

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২৪-০৫-২৭ ০৭:৪১:২৮

image

 প্রায় এক বছর পর গোয়ালন্দ উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) হিসেবে মোঃ শফিকুল ইসলাম যোগদান করেছেন।

 গতকাল ২৬শে মে বিকালে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

 জানা গেছে, মোঃ শফিকুল ইসলাম ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। গোয়ালন্দে যোগদানের আগে তিনি ঢাকা ডিসি অফিসে কর্মরত ছিলেন। 

 সর্বশেষ গোয়ালন্দ উপজেলায় সহকারী কমিশনার হিসেবে মোঃ আশরাফুর রহমান ২০২৩ সালের ২৭শে জুলাই পর্যন্ত কর্মরত ছিলেন। তারপর হতে গত ২৫শে মে পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র ওই দপ্তরে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com