জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ২৬শে মে বিকালে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ(ভারপ্রাপ্ত) জান্নাতুন লিলিফা আকতার জাহানের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাজনীন রেহেনার সঞ্চলনায় কমিটির সদস্যের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজ জান্নাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, জেলা সুপার মোঃ আব্দুর রহমান, জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, প্যানেল আইনজীবী এডঃ শফিউল আলম খোকন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যগণসহ প্যানেল আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ(ভারপ্রাপ্ত) জান্নাতুন লিলিফা আকতার জাহান বলেন, রাজবাড়ীতে গত ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দর ভাবে পালন করতে পেরেছি। আর এই দিবসটি পালনের জন্য জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ, রাজবাড়ী পৌরসভা, জেলা বার এ্যাসোসিয়েশনসহ যে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করায় জেলা লিগ্যাল কমিটির পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি অতীতের ন্যায় ভবিষ্যতেও জেলা লিগ্যাল এইড কার্যক্রম আরো বেশী বেগবান করার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে সরকারের এই বিনা খরচে আইনী সুবিধা প্রদান কার্যক্রম পৌছে দিতে পাড়ব। রাজবাড়ী জেলা সকলের প্রচেষ্টায় এই কার্যক্রম অত্যন্ত সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। যা ভবিষ্যতে আমাদের সফলতা এনে দেবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও সভায় আইনগত পরামর্শ প্রদান, বিকল্প বিরোধ নিস্পত্তি, আইনগত তথ্য সেবা প্রদান, সরকারী খরচে মামলা দায়ের, পরিচালনা ও আইনজীবী নিয়োগসহ জেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com