গোয়ালন্দ ঘাট থানা ও পাংশা সার্কেল অফিস পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৫-২৭ ০৭:৪২:৪১

image

 বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(এডমিন এন্ড ফিন্যান্স) মাশরুকুর রহমান খালেদ গতকাল ২৬শে মে সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা বার্ষিক এবং পাংশা সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।

 রাজবাড়ী জেলায় আগমন উপলক্ষ্যে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি(এডমিন এন্ড ফিন্যান্স) মাশরুকুর রহমান খালেদকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা)। 

 এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা সহ জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 অ্যাডিশনাল ডিআইজি(অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মাশরুকুর রহমান খালেদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা বার্ষিক এবং পাংশা সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শনের সময় অফিসার-ফোর্সের সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করে করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন এবং জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com