বালিয়াকান্দির সাংবাদিক রঘুনন্দন সিকদারের ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ

তনু সিকদার সবুজ || ২০২৪-০৫-২৮ ০৫:৩৩:৪৬

image

আজ ২৮শে মে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাক ও দৈনিক মাতৃকণ্ঠের প্রতিনিধি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রঘুনন্দন শিকদারের ৪র্থ তম মৃত্যু বার্ষিকী।

 দিনটি উপলক্ষ্যে তার আত্মার শান্তি কামনায় বালিয়াকান্দির আমতলা বাজারের নিজ বাসভবনে ও স্থানীয় ইসকন মন্দিরে ধর্মীয় কীর্তন ও গণভোজের আয়োজন করেছে তার পরিবার।

 জানা গেছে, গত ২০২০ সালের ২৮শে মে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপত্বি প্রবীণ সাংবাদিক রঘুনন্দন শিকদার(৬৭) শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওই দিন সকাল ৭টায় তিনি বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক পুত্রবধু সহ অনেক আত্মীয় স্বজন, ভক্ত ও গুণগ্রাহী রেখে যান। 

 তিনি ২০০০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ২০০৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি মানবাধিকার কমিশন ও সুজনের বালিয়াকান্দি শাখার সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com