রাজবাড়ীতে ৯২টি হারানো ফোন ফিরে পেল প্রকৃত মালিককেরা

মীর সামসুজ্জামান || ২০২৪-০৫-২৮ ০৫:৩৪:১১

image

রাজবাড়ীতে বিভিন্ন সময় হারিয়ে বা চুরি হয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। 

 গতকাল ২৭শে মে সকালে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকদের কাছে মোবাইলগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা)।

 জানা গেছে, রাজবাড়ী জেলার ৫টি থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস টিম। গত ১মাসে রাজবাড়ী সদর থানায় ২৬টি, গোয়ালন্দ ঘাট থানায় ১৪টি, পাংশা মডেল থানায় ২৫টি, কালুখালী থানায় ১৪টি ও বালিয়াকান্দি থানায় ১৩টি জিডির প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত হারানো অথবা চুরি যাওয়া ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে। 

 রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা) বলেন, রাজবাড়ী জেলা একটি ছোট জেলা। এ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিত যথেষ্ঠ ভালো। এছাড়াও প্রান্তিক মানুষের মোবাইগুলো উদ্ধার ও সাইবার ক্রাইম সংক্রান্তে খুব দায়িত্ব সহকারে করা হয়। মোবাইল হারানো বা বিকাশের মাধ্যমে টাকা নিয়ে যাওয়া ও একজনের পারসোনাল ছবি পোষ্ট করে তাকে ব্ল্যাক মেইল করা ভিকটিমের ভিতরে যে মানষিক কষ্ট সেই কষ্টটা দুর করার জন্য আমরা আন্তরিক ভাবে চেষ্টা করি। মোবাইল, বিকাশ প্রতারনা, ফেসবুক হ্যাক করে টাকা নিয়ে যাওয়া ও ফেসবুকে আপত্তিকর ছবি পোষ্ট মুছে ফেলার পর ভিকটিমের মুখের হাসি, সেটি আমাদেরকে অর্থে আরও কাজে অনুপ্রাণিত করে। এ কাজটি আমরা করে যাব।

 তিনি আরোও বলেন, রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। সেই জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল এর একটি চৌকস টিম উক্ত মোবাইলগুলো উদ্ধার, বিকাশ প্রতারনা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সংম্পর্কে সর্বদা নজরদারী করে থাকে।

 হারানো মোবাইল ফিরে পেয়ে প্রকৃত মালিকেরা আবেগ প্রবণ হয়ে পড়েন। এ সময় তারা বলেন, আমরা কখনো ভাবিনি যে হারিয়ে বা চুরি হয়ে যাওয়া ফোন আমরা জিডি করলেই ফিরে পাবো। রাজবাড়ী জেলা পুলিশের প্রতি আস্থা রেখেই আমরা মোবাইল হারানোর জিডি করি। জিডি করার পর থেকে কিছুদিন সময় লাগলেও আমরা ফোন গুলো ফিরে পেয়ে অনেক আনন্দিত। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।

 এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন(অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুমন কুমার সাহাসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com