নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নকল্পে দেশব্যাপী নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে রাজবাড়ীতে জেলা নিরাপদ খাদ্য সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮শে মে সকালে জেলা কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোঃ রেজাউল করিম, রাজবাড়ী চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ জাকির হোসেন ও রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকতা মোঃ আসিফুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুনসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়ন ও জনসাধারণকে নিজেদের জন্য নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে রাজবাড়ী জেলাসহ দেশব্যাপী নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। যার ফলে পূর্বের তুলনায় বর্তমানে জনসাধারণ নিরাপদ খাদ্য সম্পর্কে অনেক বেশী সচেতন হয়েছে। অনিরাপদ খাদ্য সম্পর্কে আমরা সবসময় খাদ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দায়ী করি। বিষয়টি মোটেও ঠিক নয়। আমি মনে করি আমরা যারা ব্যবসায়ীদের কাছ থেকে খাদ্য দ্রব্য ক্রয় করি তাদেরও দায়িত্ব আছে খাদ্যটি নিরাপদ কিনা সে বিষয়ে সচেতন হয়ে খাদ্য কেনা। আমাদের উচিত খাদ্য নিরাপত্তার বিষয়গুলো ভালোভাবে নিজেরা জানা ও অন্যদের জানানো। তবেই ভবিষ্যতে আমরা দেশের সকলস্তরের জনসাধারনের জন্য নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতে সফল হব।
এছাড়াও সভায় বিগত ৬ মাসের জেলা কার্যালয় কর্তৃক সম্পাদিত কার্যক্রমসমূহ তুলে ধরার পাশাপাশি সকল খাদ্য স্থাপনার জন্য একটি নির্দিষ্ট লাইসেন্স প্রণয়ন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি, খাদ্য নমুনা সংগ্রহ ও পরীক্ষণ, দৌলতদিয়া এলাকায় বিক্রিত লিচি ও আইসক্রিমের মান যাচাইকরণ, ট্রেনের মধ্যে খাবারের মান যাচাইকরণ, ভেজাল ঔষধ বিক্রি বন্ধে ব্যবস্থা গ্রহণ, চিংড়ি রপ্তানির সুযোগ উপলব্ধি করে চিংড়িতে জেলি প্রদান বন্ধসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com