রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর মাঠপাড়া গ্রামে গত পরশু ২৮শে মে দুপুরে গাছ থেকে তাল পাড়া দু’দিনে পৃথক গোলযোগে নারী ও শিশুসহ অন্তত ১৫জন আহত হয়েছে। একই সাথে বসত বাড়িতে হামলা ও লুটতরাজের ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ২৮শে মে দুপুরে হাবাসপুর মাঠপাড়া গ্রামের রেজাউল মন্ডল ওরফে রিজাই মন্ডলের একটি তাল গাছ থেকে একই গ্রামের মান্নান সরদারের ছেলে আল আমীন তার বন্ধুদের সাথে নিয়ে তাল পেরে খায় এবং তাল পেরে রিজাই মন্ডলের তিলক্ষেত নষ্ট করার কারণে রিজাই মন্ডল ক্ষুব্ধ হয়ে আল আমীনকে মারধর করে। মারপিটের কারণে আল আমীন আহত হয়। এর জের ধরে ওইদিন বিকালে হাবাসপুর বাজারে যাওয়ার পথে রিজাই মন্ডল হামলার শিকার হন। আল আমীনের পক্ষের লোকজন রিজাই মন্ডলের উপর হামলা চালালে দ্বিতীয় দফায় গোলযোগ বাধে।
সবশেষে গতকাল ২৯শে মে সকাল ৮টার দিকে রিজাই মন্ডলের পক্ষের লোকজন জোটবদ্ধ হয়ে আল আমীনের বাড়িতে হামলা, ভাংচুর, লুটতরাজ করে। হামলায় ৪টি টিনের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রতিপক্ষের লোকজন রান্না করার চুলা ও জিনিসপত্র পর্যন্ত ভাংচুর করে এবং ৬টি ছাগল লুণ্ঠন করে নিয়ে যায়।
গতকাল ২৯শে মে দুপুরে সরেজমিন লুণ্ঠিত ছাগল রিজাই মন্ডলের বাড়ীতে বেধে রাখা অবস্থায় দেখা যায়। অবশ্য রেজাই মন্ডলের পরিবারের লোকজন আল আমীনদের বাড়ী থেকে নেওয়া ৫টি ছাগল তাদের বাড়ীতে আছে বলে শিকার করে। আল আমীনদের বাড়ীতে পরিবারের নারী-পুরুষ কোন সদস্যের দেখা মেলেনি। আহতরা পাংশা হাসপাতালে এবং পরিবারের অন্য সদস্যরা ভয়ে অন্যত্র অবস্থান করছে বলে প্রতিবেশিরা জানায়।
গোলযোগে আল আমীনের পক্ষে আহতরা হলো- আল আমীন(২৫), আমীন সরদার(১৮), রাজিয়া বেগম(৬৫), জিন্নাহ সরদার(৫৫), গোলাপি(৩৫), সাব্বির(১৩) ও পান্না সরদার(৪২)।
অপর দিকে রেজাউল মন্ডল ওরফে রিজাই মন্ডলের পক্ষে আহতরা হলো- রিজাই মন্ডল(৫১), আব্দুল্লাহ মন্ডল(৫০), আসাদ মন্ডল, হাকিম মন্ডল(৪০) ও তোফাজ্জেল মন্ডল(৫৫)।
আহতদের মধ্যে আল আমীন ছাড়া অপর সকলেই পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আল আমীন একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আল আমীনের পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে। হাসপাতালে তাদের উপর নানাভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেন সেখানে চিকিৎসাধীন পান্না সরদার। গোলযোগের খবর পেয়ে দু’দিনেই পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
যোগাযোগ করা হলে হাবাসপুর ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা এস আই ফজর আলী বলেন, গত দু’দিনে গোলযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। উভয়পক্ষ নতুন করে কোন গোলযোগে লিপ্ত হবে না বলে পুলিশকে প্রতিশ্রুতি দিয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com