ছাত্রদলের অভ্যন্তরীন দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার(২৫)। গত ৬ দিনেও তার জ্ঞান ফেরেনি জানিয়েছে আহত সবুজের পরিবার।
জানা গেছে, গত ২৪শে মে বিকেল ৫টার দিকে রাজবাড়ী জেলা শহর থেকে ছাত্রদলের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। এ ঘটনার জের ধরে হামলায় নেতৃত্বদানকারী অভিযুক্ত জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার আদনান নুর ইসলামকে তার সাংগঠনিক পদ হতে অব্যহতি প্রদান করা হয়েছে।
গত ২৭শে মে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অনুমোদন সাপেক্ষে দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম অব্যাহতি পত্রে স্বাক্ষর করেন। পত্রে অব্যাহতির কারণ হিসেবে অবশ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গ উল্লেখ করা হয়েছে।
এদিকে আহত ছাত্রদল সম্পাদক সবুজ সরদারের বড় ভাই সেলিম সরদার জানান, তার ভাই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। গত শুক্রবার দিনগত রাত ২টায় তার মাথায় অস্ত্রোপচারের পর শনিবার ভোর ৪টায় আইসিইউতে স্থানান্তর করা হয়। তারপর হতে গতকাল ২৯শে মে রাত ৮টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। সে খুবই জটিল অবস্হার মধ্যে রয়েছে।
তিনি অভিযোগ করে আরো বলেন, গত শুক্রবার রাজবাড়ী জেলা ছাত্রদলের সম্মেলন শেষে বাসযোগে বাড়ি ফিরছিল সবুজ। গোয়ালন্দ উপজেলা হাসপাতালের সামনে বাসটি পৌঁছালে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, স্থানীয় যুবক নুর ইসলামের নেতৃত্বে একদল যুবক বাসের ভেতরে গিয়ে সবুজকে নিচে নামিয়ে এনে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মারপিট করে। এক পর্যায়ে তারা সবুজকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
সবুজের চিকিৎসা নিয়ে ব্যস্ততার কারণে এ বিষয়ে মামলা দায়ের বিলম্ব হচ্ছে বলে তিনি জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহম্মেদ জানান, সবুজের ওপর যে ঘটনাটি ঘটেছে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। সবুজ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, হামলার ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
উল্লেখ্য, গত ২৪শে মে দুপুরে রাজবাড়ী জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে চেয়ারে বসা ও শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি সহ চেয়ার ছোড়াছুড়ি ও হট্টগোলের ঘটনা ঘটে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com