বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের বদলী জনিত কারণে গতকাল ২৯শে মে দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাব ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছায় বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এ সময় বালিয়াকান্দি সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোক্তাদির আরেফিন সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী রাহাত ফেরদৌস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রাণোবেন্দ্রো মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী বক্তব্য রাখেন।
জানা গেছে, বালিয়াকান্দি উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার রফিকুল ইসলাম রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করবেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com